উত্তর : এটার অর্থ
হতে
পারে
সবকিছুরই
জবাবদিহিতা
আছে। কুরআনের ভাষ্য হলো,
হাত-নাক-কান এগুলোর জবাবদিহিতা আছে। পবিত্র
কুরআনে
মহান আল্লাহ বলেন,
“আজ
আমি
তাদের
মুখ
সমূহে
মোহর
মেরে
দেব,
এবং
তাদের হাতসমূহ আমার সাথে কথা বলবে ও তাদের পা সমূহ সাক্ষ্য দেবে যা তারা অর্জন করত” [সূরা ইয়াসিন : ৬৫]। এখন হাত দিয়ে
যদি
এমন
কাজ
করা
হয়,
যা
করলে
রোযা
নষ্ট
হতে
পারে
অর্থাৎ
যে
কাজ আল্লাহ পছন্দ
করেন
না
এমন
কাজ করলে রোযার মধ্যে ত্রুটি সৃষ্টি হবে। তার
মানে
এই
নয়
যে
রোযা
নষ্ট
হয়ে
যাবে;
রোযার
যে
মূল
পাওনা
সেটা
কমে
যাবে। রোযার পূর্ণ
হক
আদায়
হবে
না।
No comments:
Post a Comment