Thursday, January 28, 2016

প্রশ্ন - ৩৬২: আমি আমেরিকায় একটি ক্যাসিনোতে চাকুরী করি, যেখানে জুয়া খেলা হয়। তবে আমি জুয়া খেলি না। কেবল বেঁচে থাকার তাগিদে সন্তানদের চাহিদা পূরণের জন্য ক্যাসিনোতে কাজ করি। আমার এই উপার্জন কি হারাম। আমি যদি দান করি বা যাকাত দেই তবে কি আমার দান ও যাকাত কবুল হবে? কুরআন-হাদীসের আলোকে জানতে চাই।

উত্তর : জুয়া খেলা ইসলামে সম্পূর্ণ নাজায়েয। পবিত্র কুরআনে মহান আল্লাহ্‌ ঘোষণা করেছেন, “হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা-বেদী ও ভাগ্যনির্ধারক তীরসমুহ তো নাপাক শয়তানের কর্ম। সুতরাং তোমরা তা পরিহার কর, যাতে তোমরা সফলকাম হও [সূরা মায়িদা : ৯০]। জুয়া খেলায় সাহায্য করা বা জুয়া খেলার যে প্রতিষ্ঠান তাতে চাকুরী করাও সম্পুর্ণ  না জায়েজ। এমন উপার্জন ইসলামে বৈধ নয়। আপনার উচিত এ কাজ ছেড়ে দেয়া এবং আল্লাহ্‌ নিকট তওবা করা। হারাম উপায়ে উপার্জিত সম্পদের যেহেতু মালিকানা সাব্যস্ত হয় না সেহেতু এ সম্পদ দিয়ে যাকাত প্রদান করলে বা তা দান করলে কবুল হবে না বা কোনো সাওয়াব পাওয়া যাবে না। রাসূলুল্লাহ্‌ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে হালাল উপার্জন থেকে খেজুর পরিমাণ সাদাকা করল। ল্লাহ্‌র নিকট হালাল উপার্জন ছাড়া অন্য উপার্জন পৌঁছে না। ল্লাহ্‌ তা ডান হাতে কবূল করেন এবং দানকারীর জন্য তা এতো পরিমাণে বৃদ্ধি করেন যে, তা পাহাড় সমতূল্য হয়ে যায়। [সহীহ বুখারী : ৬৮৭৮]। 

No comments:

Post a Comment