Saturday, January 30, 2016

প্রশ্ন ৪৮৮: আমার স্বামী সরকারি চাকুরীজীবী ছিলেন। ১৪ বছর আগে তিনি ইন্তেকাল করেন। জীবিত অবস্থায় তার ইচ্ছা ছিল অবসরকালীন সময়ে আমাকে নিয়ে হজ্জে যাবেন কিন্তু তার সে ইচ্ছা আল্লাহ পূরণ করেননি। এমতাবস্থায় আমি জানতে চাই মৃত ব্যক্তির বদলী হজ্জ পূরণ হবে কি?

উত্তর : আসলে মৃত ব্যক্তি যদি তার উত্তরাধিকারীদের কাছে তার হজ্জ করিয়ে দেবার জন্য ওছিয়ত করে যান বা জীবদ্দশায় হজ্জ করার মানত করে যান তাহলে তার পরিত্যাক্ত সম্পত্তি থেকে উত্তরাধিকারীদের জন্য বদলী হজ্জ করিয়ে দেবার প্রয়োজন আছে। কিন্তু তিনি যদি ওছিয়ত করতে না পারেন বা তার খুব ইচ্ছা ছিল আগ্রহ ছিলো কিন্তু প্রাকৃতিক কারণে তার ইচ্ছা পূরণ হয় নাই বা সম্পন্ন করতে পারেন নাই, ওছিয়তও করে যেতে পারেন নাই এবং তিনি দুনিয়া থেকে চলে গেছেন। কিন্তু উত্তরাধিকারীরা জানেন তার এ ইচ্ছার কথা। তাহলে তার পক্ষে বদলী হজ্জ করিয়ে দেয়া যায়। হাদীস শরীফে এসেছে, বুরাইদাহ (রা.) বলেন, “এক মহিলা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আমার মা মারা গেছে কিন্তু সে হজ্জ করতে পারেনি। আমি কি তার পক্ষ থেকে হজ্জ করবো তিনি  সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি তাঁর পক্ষ থেকে হজ্জ কর” [সুনান তিরমিযী : ৯২৯]। আপনি এমন কাউকে দিয়ে হজ্জ করিয়ে দিতে পারেন যিনি নিজের জন্য হজ্জ করেছেন।

No comments:

Post a Comment